গাজীপুরের টঙ্গীর ফকির মার্কেট এলাকায় গত বুধবার দিবাগত রাতে একজন প্রসূতি ও তাঁর নবজাতকের মৃত্যু হয়েছে। প্রসবের কাজে নিয়োজিত এক ধাত্রীকে আটক করেছে পুলিশ। প্রসূতি রেহানা আক্তার (২৩) ফকির মার্কেট এলাকার মো. জামালের স্ত্রী। জামাল জানান, বুধবার রাতে তাঁর স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তিনি ধাত্রী হিসেবে পরিচিত টঙ্গীর স্টেশন রোডের একটি হাসপাতালের সেবিকা লিপিকে খবর দেন। টঙ্গী সরকারি হাসপাতালের আরএমও মো. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে রেহানার মৃত্যু হয়েছে। সূত্র - প্রথম আলো

